আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি অথবা বৃষ্টি বয়ে যেতে পারে।
এরই মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিয়েছে। এর ফলে দেশের উপকূলীয় ও অন্যান্য অঞ্চলেও বৃষ্টিপাত হচ্ছে। রাজধানী ঢাকাতেও বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি এবং দমকা হাওয়া বইছে।
সমুদ্রবন্দরগুলোর জন্য আরও সতর্কতা জারি করে আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের কারণে দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এর প্রভাবে সাগর এবং উপকূলীয় এলাকাগুলো উত্তাল রয়েছে।