মঙ্গলবার
৫ই আগস্ট, ২০২৫
২১শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ঈদের আগে বাজারে আসছে ২০, ৫০ এবং ১০০০ টাকার নতুন নোট

Fresh News রিপোর্ট
মে ৩০, ২০২৫
৭:২৩ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ :

আগামী পহেলা জুন থেকে বাজারে আসছে ২০, ৫০ এবং ১০০০ টাকার নতুন নোট। নতুন এই সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকার নোটে যুক্ত করা হয়েছে উন্নতমানের নিরাপত্তা বৈশিষ্ট্য, যা জাল নোট শনাক্তে সহায়ক হবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন সিরিজের নোটগুলোতে থিম হিসেবে গ্রহণ করা হয়েছে “ বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য । নতুন এক হাজার টাকার নোটে সামনে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ এবং পেছনে জাতীয় সংসদ ভবনের চিত্র।

নতুন ৫০ টাকার নোটের একপাশে ঐতিহাসিক আহসান মঞ্জিল এবং অপরপাশে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’ ছাপা রয়েছে।

নতুন ২০ টাকার নোটেও প্রত্নতাত্ত্বিক স্থাপনার চিত্র রয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক এই টাকার বিস্তারিত ডিজাইন প্রকাশ করেনি। তবে নোটটিও নতুন সিরিজের আওতায় পহেলা জুন থেকেই বাজারে আসবে বলে জানানো হয়েছে।