জার্মানির পশ্চিমাঞ্চলে একটি ছোট বিমান বাড়ির ওপর বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেলে অন্তত দুইজন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
শনিবার (৩১ মে) মংচেংলাডবাখ শহরের কাছে কর্শেনব্রোইচ এলাকায় দুর্ঘটনাটি ঘটে, যা নেদারল্যান্ডস সীমান্তের খুব কাছেই অবস্থিত। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, বিমানটি বাড়িতে আছড়ে পড়ার পরপরই দাউ দাউ করে জ্বলে ওঠে।
নিহতদের মধ্যে একজন পাইলট বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অপর ব্যক্তি বিমানেই ছিলেন, নাকি ওই বাড়ির কাছে অবস্থান করছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
এদিকে ঠিক কী কারণে বিমানটি দুর্ঘটনায় পড়ে, সে বিষয়েও এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।