শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

চট্টগ্রামে নারীকে লাথি দেওয়া ব্যক্তি গ্রেপ্তার

Fresh News রিপোর্ট
জুন ২, ২০২৫
৭:৫৬ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ :

চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে এক নারী ও যুবককে লাথি দেওয়ায় বহিষ্কৃত জামায়াত কর্মী আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার বিকেলে তাকে নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আকাশ সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নেচার উদ্দিন আহমদ চৌধুরীর ছেলে। তিনি ছাত্রশিবিরের সাবেক কর্মী।

তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কোতোয়ালী থানার ওসি আবদুল করিম বলেন, জামালখানে গণতান্ত্রিক জোটের কর্মসূচিতে হামলার মামলায় আকাশকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে গত বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে কর্মসূচি ছিল গণতান্ত্রিক ছাত্রজোটের। কর্মসূচি শুরুর কিছুক্ষণ পর সেখানে মিছিল নিয়ে আসে ‘শাহবাগবিরোধী ঐক্য।

একপর্যায়ে উভয়পক্ষ বাকবিতণ্ডা জড়ায়। পরে গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীদের ওপর হামলা চালায় ‘শাহবাগবিরোধী ঐক্য’র লোকজন। এতে ১২ জন আহত হন। এদিকে ওই হামলার একটি ভিডিও ফেসবুক ছড়িয়ে পড়েছে।

১৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, হামলার পর প্রেস ক্লাবের পাশে একটি ভবনের নিচে আশ্রয় নেন গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাকর্মী। সেখানে আকাশ চৌধুরী কৌশলে নেতাকর্মীদের পেছনে যান। এরপর সেখানে দাঁড়িয়ে হঠাৎ এক যুবককে লাথি মারেন তিনি। এরপর ঘুরে এক নারীকে লাথি দেন।