মঙ্গলবার
৫ই আগস্ট, ২০২৫
২১শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

আগামী তিনদিনে বাড়বে বৃষ্টিপাত, কিছু এলাকায় হতে পারে ভারী বর্ষণ

Fresh News রিপোর্ট
জুন ১০, ২০২৫
১০:১৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু করে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয়তা বাংলাদেশের উপর কম এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে দুর্বল অবস্থায় রয়েছে।

বুধবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগগুলোর কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এর মধ্যে চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। ওইদিন সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বৃহস্পতিবার ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ। এ সময় সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমবে।

শুক্রবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং অন্য বিভাগগুলোতেও বিভিন্ন মাত্রার বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও একটু কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সপ্তাহের শেষভাগে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে, যা দেশের বিভিন্ন অঞ্চলে স্বস্তির হলেও কৃষি ও দৈনন্দিন চলাচলে প্রভাব ফেলতে পারে।