ঈদুল আজহার দীর্ঘ ১০ দিনের ছুটির মধ্যে আমদানি-রপ্তানি ও জরুরি বৈদেশিক লেনদেন চালু রাখতে ১১ ও ১২ জুন সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সিদ্ধান্তে উপকৃত হবে ওষুধ শিল্পসহ আমদানি ও রপ্তানিমুখী খাতগুলো।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন গত ২৫ মে এক নির্দেশনায় জানায়, ছুটির মধ্যেও ঢাকা, চট্টগ্রাম ও দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চলের অথরাইজড ডিলার (এডি) শাখাগুলো উন্মুক্ত থাকবে। এই শাখাগুলোর কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি মোতাবেক ভাতাদি পাবেন।
এই সময়ের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য, জরুরি লেনদেন এবং উৎপাদনশীল খাতগুলোর অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতেই সীমিত পরিসরে ব্যাংক খোলার এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ঈদের সময়ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কার্যক্রমে বিঘ্ন ঘটবে না বলে আশা করা হচ্ছে।