সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫
২০শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

বাংলাদেশে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব চায় এয়ারবাস ও মেনজিস এভিয়েশন

Fresh News রিপোর্ট
জুন ১১, ২০২৫
৯:৪২ পূর্বাহ্ণ

বিশ্বখ্যাত ইউরোপীয় বিমান নির্মাতা এয়ারবাস ও ব্রিটিশ বিমানসেবা প্রতিষ্ঠান মেনজিস এভিয়েশন বাংলাদেশ সরকারের সঙ্গে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে। মঙ্গলবার লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথক বৈঠকে প্রতিষ্ঠান দুটি তাদের প্রস্তাব উপস্থাপন করে।

এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ভার্শ জানান, বাংলাদেশকে তারা ‘প্রধান অগ্রাধিকারপ্রাপ্ত দেশ’ হিসেবে চিহ্নিত করেছে এবং বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে অংশীদারিত্বে আগ্রহী। তিনি বলেন, বছরে প্রায় ৮০০টি বিমান সরবরাহকারী এয়ারবাস হেলিকপ্টার ও যুদ্ধবিমান তৈরিতেও দক্ষতা অর্জন করেছে।

ভ্যান ভার্শ আরও জানান, যদি বাংলাদেশ বিমানে এয়ারবাস যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে এর মোট অর্থের ৮৫ শতাংশ এক্সপোর্ট ক্রেডিট এজেন্সির (ইসিএ) অর্থায়নের মাধ্যমে পূরণ করা সম্ভব।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ বিমানের আধুনিকায়ন বিষয়ে সব প্রস্তাব শোনার জন্য সরকার প্রস্তুত, তবে কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হবে না। তার ভাষায়, “আমরা শুনব, ভাবব এবং তারপর সিদ্ধান্ত নেব-সবকিছু নতুনভাবে বিবেচনা করতে হবে।”

অন্যদিকে, লন্ডনভিত্তিক মেনজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলি জানান, তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের জন্য গ্রাউন্ড হ্যান্ডলিং ও এয়ার কার্গো সেবায় আগ্রহী। ৬৫টি দেশে ৩০০টির বেশি বিমানবন্দরে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি বাংলাদেশের বিমানবন্দর ও জাতীয় বিমান সংস্থার জন্য সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানান তিনি।

ওয়াইলি বলেন, আমরা একটি প্রমাণিত ব্রিটিশ প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশকে সর্বোচ্চ সেবা দিতে চাই এবং ভবিষ্যতে ঘনিষ্ঠ অংশীদার হতে চাই।