সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫
২০শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

বিশ্ব বাবা দিবসে বাবার অবদানে শ্রদ্ধার নিবেদন

Fresh News রিপোর্ট
জুন ১৫, ২০২৫
৯:২১ পূর্বাহ্ণ

আজ ১৫ জুন, বিশ্ব বাবা দিবস। প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার পালিত হয় দিনটি, যা সন্তানের জীবনে বাবার অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ ও সম্মান জানানোর এক বিশেষ উপলক্ষ।

বাবা দিবসের ধারণাটি শুরু হয়েছিল পশ্চিমা বিশ্বে, তবে এখন তা ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে। বাংলাদেশেও দিনটি ঘিরে নানা সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ আলোচনা সভা, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাবাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা হচ্ছে।

এই দিবসের পেছনে রয়েছে এক অনুপ্রেরণাদায়ী ইতিহাস। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সনোরা স্মার্ট ডড নামের এক নারী ১৯০৯ সালে মা দিবস পালনের কথা শুনে ভাবেন, বাবাদের জন্যও এমন একটি দিন থাকা উচিত। ডডের মা ছিলেন না, আর তার বাবা একাই সাত সন্তানের দেখভাল করেছিলেন। বাবার সেই আত্মত্যাগ ও ভালোবাসা তাকে অনুপ্রাণিত করে দিবসটির পেছনে কাজ করতে।

সনোরা স্মার্ট ডড এক বছরের প্রচেষ্টায় স্থানীয় পর্যায়ে দিবসটি পালন শুরু করেন। অবশেষে ১৯১০ সালের ১৯ জুন প্রথমবারের মতো পালিত হয় বাবা দিবস। পরবর্তীতে এটি বিশ্বব্যাপী স্বীকৃতি পায়।

আজকের দিনে বাবাদের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মানের বার্তাই পৌঁছে দিচ্ছে বিশ্ব বাবা দিবস।