সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫
২০শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

‘জুলাই গণঅভ্যুত্থান কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ ২০২৫’ গেজেট আকারে প্রকাশ

Fresh News রিপোর্ট
জুন ১৮, ২০২৫
১১:০৮ পূর্বাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ এবং পুনর্বাসনের লক্ষ্যে প্রণীত ‘জুলাই যোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ এর গেজেট প্রকাশ করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ। সোমবার রাতে এই গেজেট প্রকাশ করা হয়।

অধ্যাদেশে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবার ও যোদ্ধাদের পুনর্বাসন, কল্যাণ এবং তাদের আত্মত্যাগকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এটি প্রণীত হয়েছে। একই সঙ্গে গণঅভ্যুত্থানের আদর্শ ও ইতিহাস জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করতে এই অধ্যাদেশ কার্যকর ভূমিকা রাখবে।

গেজেটে আরও বলা হয়েছে, অধ্যাদেশটি অবিলম্বে কার্যকর হবে।