ফ্রেশ নিউজ :
খুলনা মহানগরীর খালিশপুর থানার কাস্টমস অফিস মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাতনামা রিকশাচালক (৫০) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) রাত ১০টার দিকে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইঞ্জিনচালিত রিকশাটি দ্রুতগতিতে চলার সময় হঠাৎ এক পাশের চাকা ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নিহত রিকশাচালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।