এশিয়ান কাপ আরচ্যারি স্টেজ-২ টুর্নামেন্টের মিশ্র বিভাগে আজ বৃহস্পতিবার সকালে রিকার্ভ ও কম্পাউন্ড দুই বিভাগেই বিদায় নিয়েছে বাংলাদেশ। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দলীয় ও মিশ্র বিভাগে পারফরম্যান্স ছিল হতাশাজনক।
কম্পাউন্ড মিশ্র বিভাগে বাংলাদেশের হয়ে খেলেন হিমু বাছাড় ও পুষ্পিতা জামান। দল কম থাকায় খেলা শুরু হয় প্রি কোয়ার্টার ফাইনাল থেকে। প্রথম ম্যাচে হংকংকে ১৪৯-১৪৬ পয়েন্টে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ। তবে সেখানে ইন্দোনেশিয়ার বিপক্ষে ১৫৫-১৫৭ পয়েন্টে হেরে তাদের যাত্রা থেমে যায়।
রিকার্ভ মিশ্র বিভাগে পরিস্থিতি ছিল আরও করুণ। মনিরা আক্তার ও আব্দুল আলিফের জুটি স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে প্রি কোয়ার্টারেই বিদায় নেয়। চার সেটের ম্যাচ হলেও তিন সেটের মধ্যেই ফলাফল নির্ধারিত হয়ে যায়। প্রথম দুই সেটে হেরে যাওয়ার পর তৃতীয় সেট ড্র করে বাংলাদেশ। ফলে ১-৫ সেট পয়েন্টে হেরে মাঠ ছাড়ে তারা।
মিশ্র ও দলীয় বিভাগে বাংলাদেশের পারফরম্যান্স আশানুরূপ না হলেও ব্যক্তিগত ইভেন্টে এখনও পদকের সম্ভাবনা রয়েছে। শুক্রবার রিকার্ভ বিভাগে স্বর্ণপদকের লড়াইয়ে নামবেন আব্দুল আলিফ, আর কম্পাউন্ডে ব্রোঞ্জের জন্য লড়বেন হিমু বাছাড়।