বিয়ের পাঁচ বছর পর এক সন্তানের জননী হয়েও প্রেমিকের সঙ্গে হোটেলে গিয়ে ধরা পড়েছেন এক নারী। উত্তরপ্রদেশের বাগপতের ছপরেলিতে এ ঘটনা ঘটে। স্বামী পুলিশ নিয়ে হোটেলে হাজির হলে ওই নারী ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন।
জানা গেছে, গৃহবধূ বাড়ি থেকে পালিয়ে প্রেমিকের সঙ্গে হোটেলে ওঠেন। বিষয়টি বুঝতে পেরে স্বামী পিছু নেন এবং সঙ্গে পুলিশ নিয়ে সেখানে পৌঁছান। পরিস্থিতি আঁচ করতে পেরে গৃহবধূ প্রায় ১২ ফুট উঁচু থেকে ঝাঁপ দেন। স্থানীয় এক ব্যক্তি ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই দম্পতির মধ্যে পারিবারিক কলহ দীর্ঘদিন ধরে চলছিল। এমনকি তারা পুলিশের কাছেও একাধিকবার অভিযোগ জানিয়েছিলেন। স্বামীর অভিযোগ, স্ত্রী তাকে খুনের হুমকি দিয়েছেন এবং তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন।
এদিকে, গৃহবধূর প্রেমিককে আটক করেছে পুলিশ। তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন। হোটেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে—পরিচয়পত্র যাচাই ছাড়াই রুম বরাদ্দ দেওয়ায় হোটেল কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।