মঙ্গলবার
৫ই আগস্ট, ২০২৫
২১শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

আইআরজিসির গোয়েন্দা প্রধান হিসেবে মাজিদ খাদামির নিয়োগ

Fresh News রিপোর্ট
জুন ২০, ২০২৫
৯:৩০ পূর্বাহ্ণ

ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে নিয়োগ দেওয়া হয়েছে। এই পদে তিনি নিহত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মেদ কাজেমির স্থলাভিষিক্ত হলেন।

বৃহস্পতিবার আইআরজিসি’র নতুন শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর এই নিয়োগ চূড়ান্ত করেন। রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, মাজিদ খাদামির নিয়োগ এমন এক সময় এলো, যখন ইরান সামরিক কাঠামোর বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।

গত ১৩ জুন ইসরায়েলের বিমান বাহিনী ইরানে হামলা চালায়, যার দু’দিন পর ১৫ জুন নিহত হন আইআরজিসির গোয়েন্দা প্রধান মোহাম্মেদ কাজেমি। এর আগে একই হামলায় প্রাণ হারান আইআরজিসির সাবেক প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি। তার মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মেজর জেনারেল পাকপৌরকে নতুন প্রধান হিসেবে নিয়োগ দেন।

এই ধারাবাহিক হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক কমান্ড কাঠামোকে বিপর্যস্ত করা। তবে তেহরান খুব অল্প সময়ের মধ্যেই শীর্ষ পদে নতুন নেতৃত্ব নিয়োগ দিয়ে সামরিক শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছে। এই প্রতিক্রিয়াই ইঙ্গিত দিচ্ছে, ইসরায়েলের উদ্দেশ্য পুরোপুরি সফল হয়নি।