থাইল্যান্ডের একটি হাসপাতালে কন্যাসন্তান জন্ম দিয়েছেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। মেয়ের নাম রেখেছেন মরিয়াম সর্বজয়া শানু আজাদ। শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছেন তিনি।
নিজের ফেসবুক পোস্টে নবজাতকের নাম উল্লেখ করে স্বাগতা লিখেছেন, “মরিয়াম সর্বজয়া শানু আজাদ, পৃথিবীতে স্বাগতম।” এই খবরে ভক্ত ও শুভানুধ্যায়ীদের মাঝে অভিনন্দনের জোয়ার বইছে।
গত ফেব্রুয়ারিতে মা হতে চলেছেন বলে জানিয়ে ছিলেন স্বাগতা। তখন তিনি জানান, দুই পরিবারই খুশির এ সংবাদে আনন্দিত ছিল। এরপর তিনি নিয়মিতই নিজের মাতৃত্বের নানা অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে শেয়ার করে আসছিলেন।
স্বাভাবিক প্রসবের ইচ্ছায় মাস দুয়েক আগে থাইল্যান্ডে যান স্বাগতা। বাংলাদেশে চিকিৎসকেরা সিজারিয়ান অপারেশনের পরামর্শ দিলে তিনি দেশ ছেড়ে পাড়ি জমান থাইল্যান্ডে। সেখানেই নিরাপদভাবে কন্যাসন্তানের জন্ম দেন।
স্বাগতার স্বামী হাসান আজাদ একজন লন্ডনপ্রবাসী। বিয়ের আগে তারা এক বছর লিভ টুগেদারে ছিলেন এবং পরে পারিবারিক সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন।