ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (২২ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন। হামলার সমন্বয়ে ছিল দখলদার ইসরায়েল, জানিয়েছে তাদের এক কর্মকর্তা।
এই হামলার পরপরই ইসরায়েলে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হোম ফ্রন্ট কমান্ডের পক্ষ থেকে সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে এবং বন্ধ ঘোষণা করা হয়েছে সব স্কুল। সাধারণ মানুষকে অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে আন্তর্জাতিক মহল।