যুক্তরাষ্ট্র ইরানের ফর্দো, নাতানজ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২২ জুন) বাংলাদেশ সময় সকাল পৌনে ৬টার দিকে তিনি সামাজিকমাধ্যম ট্রুথে এ তথ্য প্রকাশ করেন।
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী সফলভাবে এই তিনটি স্থাপনায় আঘাত হেনেছে এবং সব হামলাকারী বিমান ইরানি আকাশসীমা ছাড়িয়ে নিরাপদে ফিরে এসেছে। তিনি উল্লেখ করেন, মাটির ২৬২ ফুট গভীরে থাকা ফর্দো কেন্দ্রেও ভারী বোমা ফেলা হয়েছে।
ট্রাম্প আরও বলেন, এই সফল অভিযানের জন্য তিনি যুক্তরাষ্ট্রের যোদ্ধাদের অভিনন্দন জানাচ্ছেন এবং এটিকে ‘শান্তির সময়’ শুরু হওয়ার ইঙ্গিত হিসেবে অভিহিত করেন। তার ভাষায়, এমন অভিযান পৃথিবীর আর কোনো সামরিক শক্তি করতে পারত না।
এই ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ট্রাম্পের বক্তব্যে ভবিষ্যৎ শান্তির বিষয়ে আশাবাদ প্রকাশ করা হয়েছে।