মঙ্গলবার
৫ই আগস্ট, ২০২৫
২১শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

গাজায় একদিনেই নিহত অর্ধশতাধিক, মৃতের সংখ্যা ছাড়াল ৫৬ হাজার

Fresh News রিপোর্ট
জুন ২৩, ২০২৫
৯:৪৮ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় একদিনে আরও অন্তত ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১০৪ জন। নিহতদের মধ্যে খাদ্যের জন্য অপেক্ষমাণ ত্রাণপ্রার্থীরাও রয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

রোববার বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়, গত বছরের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ হাজার ৯৫৯ জনে। আহত হয়েছেন আরও এক লাখ ৩১ হাজার ২৪২ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ধ্বংসস্তূপের নিচে এখনো অসংখ্য মরদেহ আটকে রয়েছে এবং অনেক এলাকায় উদ্ধারকর্মীরা পৌঁছাতেই পারছেন না। ফলে প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র আরও ভয়াবহ হতে পারে।

গেল ১৮ মার্চ থেকে ইসরায়েল আবারও গাজায় নতুন করে আক্রমণ শুরু করে। এই সময়ের মধ্যে আরও ৫ হাজার ৬৪৭ জন নিহত এবং ১৯ হাজার ২০১ জন আহত হয়েছেন। অথচ এর আগে জানুয়ারিতে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি কার্যকর হয়েছিল, যা পরবর্তীতে এই নতুন হামলার মাধ্যমে ভেঙে যায়।

এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক মহলের উদ্বেগও বাড়ছে। আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োআভ গ্যালান্তের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

এছাড়া গাজায় চালানো ইসরায়েলি অভিযানের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে একটি গণহত্যার মামলাও বিচারাধীন রয়েছে।