মঙ্গলবার
৫ই আগস্ট, ২০২৫
২১শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নয়, টার্গেট শুধু পরমাণু কর্মসূচি: জেডি ভ্যান্স

Fresh News রিপোর্ট
জুন ২৩, ২০২৫
৯:৫১ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ করছে না, বরং যুদ্ধ করছে ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে – এমন মন্তব্য করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার দাবি, যুক্তরাষ্ট্রের লক্ষ্য তেহরান নয়, বরং ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস করা।

সোমবার বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়, রোববার এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ইরানে সাম্প্রতিক মার্কিন হামলা কোনো পূর্ণাঙ্গ যুদ্ধ নয় বরং কৌশলগত একটি অভিযান। তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের বাহিনী ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান – এই তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে।

জেডি ভ্যান্স একে “অসাধারণ অভিযান” বলে আখ্যা দেন এবং দাবি করেন, এর ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি অনেকটাই পিছিয়ে গেছে। তার ভাষায়, “মাত্র একদিনেই ইরান অনেকটা পেছনে ঠেলে গেছে।”

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ চায় না, বরং শান্তিপূর্ণ সমাধান চায় – তবে তা ইরানের পরমাণু অস্ত্র উন্নয়নের ইচ্ছা বন্ধ করার শর্তে। তিনি অভিযোগ করেন, ইরান কখনোই কূটনৈতিক আলোচনায় আন্তরিক ছিল না।

এদিকে উত্তেজনার মধ্যে ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত অনুমোদন করেছে, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। ভ্যান্স এই সিদ্ধান্তকে ‘আত্মঘাতী পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। তার মতে, এই পদক্ষেপ ইরানের অর্থনীতিকে ধ্বংস করবে এবং বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি করবে।

সম্প্রতি ইসরায়েল ইরানে বেশ কয়েকটি সামরিক ও পরমাণু স্থাপনায় হামলা চালায়, যার জেরে তেহরান পাল্টা হামলা চালিয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আবেদন করেছে এবং যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।

ভ্যান্স হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইরান পাল্টা হামলায় মার্কিন সেনাদের লক্ষ্যবস্তু করে, তবে সেটি হবে মারাত্মক ভুল এবং যুক্তরাষ্ট্র তখন চূড়ান্ত শক্তি দিয়ে জবাব দেবে।