মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, বিয়ার শেভা শহরের একটি আবাসিক ভবনে এ হামলা সংঘটিত হয়, যেখানে তিনজন প্রাণ হারিয়েছেন। এর আগে, ৪০ বছর বয়সী এক পুরুষ, ৩০ বছর বয়সী এক নারী এবং ২০ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এমডিএ’র মুখপাত্র জানিয়েছেন, হামলায় আরও ছয়জন আহত হয়েছেন। একই সময়ে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলি সনাক্ত করেছে এবং স্থানীয় বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ প্রদান করেছে।