শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

মায়ের জানাজায় অংশ নিতে যুবলীগ সভাপতির প্যারোলে মুক্তি

Fresh News রিপোর্ট
জুন ২৪, ২০২৫
৭:১৫ অপরাহ্ণ

মেহেরপুরের গাংনী উপজেলার ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন পাশা মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টার দিকে জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে পুলিশের পাহারায় মায়ের জানাজা ও দাফনে অংশ নেন। সকাল ১০টায় দাফন শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও জেলা কারাগার সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৩টার দিকে পাশার মা জাহানারা বেগম (৭২) কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। তার জানাজা ও দাফনে অংশ নেওয়ার সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে আনোয়ার হোসেনকে প্যারোলে মুক্তি দিতে মেহেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা কারাগারের জেলার মো. নিজাম উদ্দিন বলেন, যুবলীগ নেতা আনোয়ার হোসেন পাশার মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে দুই ঘণ্টার জন্য মুক্তি দেওয়া হয়। পুলিশের পাহারায় দাফনকাজ শেষে আবারও তাকে কারাগারে নিয়ে আসা হয়েছে।’

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের তিন রাস্তার মোড়ে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ইফতার মাহফিলের আয়োজন করেন। এ সময় তারা দলীয় ব্যানারে মিছিল করেন। পাশাপাশি বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবি জানান। এ ঘটনায় গাংনী শহরের সিনেমা হলপাড়ার মাসুম খন্দকার নামের এক ব্যক্তি বাদী হয়ে গত ১৩ এপ্রিল থানায় মামলা করেন। যুবলীগ নেতা আনোয়ার পাশাকে ২ নম্বর আসামি করে মামলায় আরও ৮২ জনকে আসামি করা হয়। বিশেষ ক্ষমতা আইনে গাংনী থানা পুলিশ মামলাটি রেকর্ড করেছিল। ওই মামলায় আনোয়ার পাশাকে পটুয়াখালী থেকে গ্রেফতার করে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। গত ২৩ এপ্রিল ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মেহেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।