আজ মঙ্গলবার ফিফা ক্লাব বিশ্বকাপের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচসহ নানা খেলার ব্যস্ত সূচি রয়েছে ক্রীড়ামোদীদের জন্য। সকালেই মাঠে নেমেছে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, আর রাতের প্রতীক্ষিত লড়াইয়ে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাস।
বুলাওয়েতে চলছে টেস্ট সিরিজের চতুর্থ দিন। বাংলাদেশ সময় দুপুর ২টায় জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা মাঠে নামবে এই টেস্ট ম্যাচে। টি স্পোর্টসে দেখা যাবে এই খেলা।
এদিকে, লন্ডনে শুরু হয়েছে বছরের অন্যতম মর্যাদাপূর্ণ টেনিস টুর্নামেন্ট উইম্বলডন। আজ প্রথম রাউন্ডের খেলা শুরু হবে বিকেল ৪টায়। দর্শকরা খেলা উপভোগ করতে পারবেন স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ চ্যানেলে।
ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে আজ সকাল ৭টায় মুখোমুখি হয়েছে ম্যানচেস্টার সিটি ও আল হিলাল। খেলা সরাসরি দেখা যাচ্ছে ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপে।
রাত ১টায় আরও একটি হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাস। এই ম্যাচটিও দেখা যাবে ডিএজেডএন প্ল্যাটফর্মে।
আগামীকাল সকাল ৭টায় ডর্টমুন্ড বনাম মেক্সিকোর ক্লাব মণ্টেরির মধ্যকার ম্যাচ দিয়ে ক্লাব বিশ্বকাপের উত্তেজনা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।