শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ভারতের বাংলাদেশ সফর রাজনৈতিক জটিলতায় অনিশ্চিত

Fresh News রিপোর্ট
জুলাই ২, ২০২৫
৯:১৩ পূর্বাহ্ণ

আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও ভারতীয় ক্রিকেট দলের আসন্ন সফরটি রাজনৈতিক কারণে স্থগিত হয়ে যেতে পারে বলে জানা গেছে। ভারতীয় বোর্ড বিসিসিআই জানিয়েছিল তারা বাংলাদেশ সফরের জন্য নিজ দেশের সরকারের অনুমতির অপেক্ষায় আছে। তবে দিল্লির শীর্ষ সরকারি সূত্রের বরাতে বিবিসি বাংলা জানিয়েছে ভারত সরকার এই সফরের অনুমতি দিচ্ছে না।

সফরের অনিশ্চয়তার পেছনে রয়েছে বাংলাদেশে রাজনৈতিক পালাবদল ও ভারত বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক শীতলতা। ভারতীয় নীতিনির্ধারকরা মনে করছেন এমন সময় সফর হলে তা সাধারণ ভারতীয়দের মাঝে ভুল বার্তা দিতে পারে এবং এতে রাজনৈতিক ঝুঁকিও তৈরি হতে পারে।

আগস্টের ১৭ থেকে ৩১ তারিখের মধ্যে তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি খেলার কথা ছিল দুই দলের। তবে এখন এই সিরিজটি স্থগিত করে পুনঃনির্ধারণের বিষয়টি নিয়ে বিসিসিআই বিসিবির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে বলে জানা গেছে যা বিসিবিও নিশ্চিত করেছে।

বিবিসিকে একাধিক সূত্র জানিয়েছে এই সফর অনুষ্ঠিত হলে ভারতের অভ্যন্তরে ভুল বার্তা পৌঁছাবে বলে সরকার মনে করছে। অন্যদিকে সফর স্থগিত হলেও ভারতের ক্রিকেটীয় দিক থেকে কোনো উল্লেখযোগ্য ক্ষতি হবে না। এই কারণে সফরটি এখন পুরোপুরি অনিশ্চয়তায় পড়ে গেছে।

এই সিরিজে কোনো টেস্ট ম্যাচ না থাকায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের পয়েন্টেও কোনো প্রভাব পড়বে না। আগের বছর ভারত বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ বাতিল করেনি কারণ তখন টেস্ট পয়েন্ট ছিল গুরুত্বপূর্ণ। যদিও সেবার মাঠের লড়াইয়ে বাংলাদেশ ভালো করতে পারেনি।

এদিকে বিসিসিআই আশাবাদী যে সিরিজটি এখন না হলেও ভবিষ্যতে তা অনুষ্ঠিত হবে এবং দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে কোনো স্থায়ী প্রভাব ফেলবে না। বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন বাংলাদেশ ও পাকিস্তান এক নয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ভারতের সুসম্পর্ক বহু দিনের যা টেস্ট মর্যাদার আগেই গড়ে উঠেছিল। দ্বিপাক্ষিক সিরিজে সাময়িক অনিশ্চয়তা তৈরি হলেও তা কাটিয়ে ওঠা সম্ভব।