শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

স্থগিত হলো ভারতের বাংলাদেশ সফর, নতুন সময় ২০২৬

Fresh News রিপোর্ট
জুলাই ৫, ২০২৫
১০:২৯ অপরাহ্ণ

চলতি বছর আগস্টে নির্ধারিত ভারত জাতীয় দলের বাংলাদেশ সফর আর হচ্ছে না। সফরটি স্থগিত করে ২০২৬ সালের সেপ্টেম্বরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড।

শনিবার (৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। চলতি সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ভারতের। তবে গত কয়েক মাস ধরে এই সফর নিয়ে অনিশ্চয়তার কথা শোনা যাচ্ছিল, যা অবশেষে সত্যি হলো।

গেল এপ্রিল মাসে প্রকাশিত সূচি অনুযায়ী, ১৩ আগস্ট ঢাকায় পৌঁছানোর কথা ছিল ভারতীয় দলের। এরপর ১৭ আগস্ট মিরপুরে শুরু হতো ওয়ানডে সিরিজ। কিন্তু দুই বোর্ডের আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়, সফরটি এখনই সম্ভব নয়।

বিসিসিআই জানিয়েছে, সফরের নতুন সময়সূচি পরবর্তীতে চূড়ান্ত করে জানানো হবে। ক্রিকেটপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষিত সিরিজটি দেখতে আরও অপেক্ষা করতে হবে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত।