শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ভারত আসবে না, অন্য দেশের সাথে খেলবে বাংলাদেশ

Fresh News রিপোর্ট
জুলাই ৭, ২০২৫
৯:১৪ পূর্বাহ্ণ

চলতি বছরের আগস্টে ভারতের বাংলাদেশ সফর বাতিল হয়েছে। সফরটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সূচি অনুযায়ী তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও আগেই গুঞ্জন উঠেছিল সফরটি বাতিল হতে পারে। অবশেষে সেই গুঞ্জন সত্যি হয়েছে। বিসিবি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, এ বছর আর ভারত সফর করবে না।

ভারত না আসায় আগস্টে বাংলাদেশ অন্য কোনো দলের বিপক্ষে সিরিজ আয়োজন করতে পারে কি না, তা নিয়ে আলোচনা চলছে। যদিও এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছেন, যদি অন্য কোনো দলের সঙ্গে খেলার সুযোগ থাকে, তবে সেটি আয়োজন করা হবে। অন্যথায় জাতীয় দলের জন্য অনুশীলন ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে।

ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সম্ভাবনা নিয়েও কথা ওঠেছে। শাহরিয়ার নাফীস জানিয়েছেন, সুযোগ থাকলে ত্রিদেশীয় সিরিজও বিবেচনায় থাকবে। তবে সবকিছুই এখনো আলোচনা পর্যায়ে রয়েছে।