শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

হোয়াটসঅ্যাপ ব্যবহারেও বিজ্ঞাপনের ঝামেলা

Fresh News রিপোর্ট
জুলাই ৭, ২০২৫
১২:৫৭ অপরাহ্ণ

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবে এখন ভিডিও দেখা খুবই ধৈর্যের ব্যাপার। কারণ ২ মিনিটের একটি ভিডিওতে একাধিক বিজ্ঞাপন দেখতে হয় ব্যবহারকারীদের। এবার হোয়াটসঅ্যাপেও সেই সমস্যার সম্মুখীন হতে হবে ব্যবহারকারীদের।
অন্যান্য অ্যাপ বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারের সময় যেমন বিজ্ঞাপনের ঝক্কি পোহাতে হয়।

হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে তা এতদিন ছিল না। এই মেসেজিং অ্যাপ বিজ্ঞাপন মুক্ত ছিল। যা এর জনপ্রিয়তার অন্যতম বড় কারণ। তবে এই সুখের দিন আর বেশিদিন থাকছে না।

শিগগির হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে আপনার স্মার্টফোনের স্ক্রিনে ভেসে উঠবে বিভিন্ন রকমের বিজ্ঞাপন। সম্প্রতি হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, হোয়াটসঅ্যাপের বিশেষ ফিচার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বিজ্ঞাপন দেখানো শুরু করা হবে।

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ফিচারের মাধ্যমে ছবি, ভিডিও, টেক্সট মেসেজ নিজেদের ফলোয়ারদের সামনে তুলে ধরা যায়। যা ২৪ ঘণ্টা পর উধাও হয়ে যায়। এই স্ট্যাটাস চেকের সময়ই এবার বিজ্ঞাপন দেখতে হবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের। তবে হোয়াটসঅ্যাপ চ্যাট বা কলিংয়ের ক্ষেত্রে কোনো বিজ্ঞাপন আসবে না।