শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

বেলকুচিতে অবৈধভাবে সরকারি জায়গা দখলের অভিযোগ

Fresh News রিপোর্ট
জুলাই ৭, ২০২৫
২:৫৫ অপরাহ্ণ

সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামে অবৈধভাবে জোর পূর্বক জায়গা দখলের অভিযোগ উঠেছে পোষ্ট মাষ্টার আলমের বিরুদ্ধে। অভিযোগ কারী লাল মিয়া আমাদের জানান গত করোনার সময় বাবুল মিয়ার নিকট হতে ১০ শতক জায়গা ক্রয় করে। তিনি সেই ১০ শতক জায়গা না মেপেই জোর পূর্বক অবৈধভাবে আমার বসত ভিটার জায়গা সহ অতিরিক্ত সরকারী জায়গায়ও তিনি দখল করে নেন।

আমরা বিষয়টি নিয়ে কথা বলতে গেলে আমাকে মারমুখি অবস্থান সৃস্টি করে অকথ্য ভাষায় গালিগালাজ সহ আমাকে হত্যার হুমকি দেয়। বিষয়টি স্থানীয় গ্রাম সরকারদের জানালে তারা জায়গাটি সঠিক ভাবে মেপে বুঝিয়ে নেয়ার রায় দেন।

কিন্তু তিনি সে রায়ের তোয়াক্কা না করে ক্ষমতার দাপট দেখান। এবং ইচ্ছাকৃত ভাবে তার ক্রয় কৃত জায়গার সাথে আবার সরকারি জায়গাও দখল করে নেন এবং সেখানে ট্রাক দিয়ে মাটি ভরাট করে তার নামে মৌখিক ভাবে জায়গাটির মালিকানা দাবি করেন। সরকারি জায়গাটি দখলের বিষয়টি স্থানীয় ভূমি কর্মকর্তাকে জানালে তিনি মাটি ভরাট করতে নিষেধ করে। কিন্তু পোষ্ট মাষ্টার তার কথা তোয়াক্কা না করে পুনরায় জায়গাটি দখলের চেষ্টা করলে, লাল চান সাংবাদিকদের ডেকে বিষয়টি নিয়ে অভিযোগ দেন। পরে সাংবাদিকগণ তাকে প্রশ্ন করলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, আমি ১০ শতক জায়গা ক্রয় করেছি এবং ১০ শতক জায়গাতে বাউন্ডারি দিয়েছি। যদি অতিরিক্ত জায়গা নিয়ে থাকি তাহলে আমি জায়গা খালি করে দেব।

কিন্তু স্থানীয় লোকজন বলেন এটা সরকারি জায়গা এখানে একটি ক্লাব ঘর রয়েছে। জায়গাটি সরকারের নিয়ম অনুযায়ী ক্লাবের জন্য বরাদ্দের কথা চলছে। এলাকাবাসীর দাবী জায়গাটি পুনরুদ্ধার করে ক্লাবটিকে সংষ্কার করার। এবং ভূমি দূশ্যদের আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।