ফ্রেশ নিউজ :
সিরাজগঞ্জের কামারখন্দে যাত্রী সেজে একটি ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার সময় জুলহাস আলী (৩২) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক জুলহাস আলীর বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি এলাকায়।
অপরদিকে, ভ্যানচালক আদম আলী (১৯) বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন সিরাজগঞ্জ সদর হাসপাতালে। তিনি কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের ভারাঙ্গা গ্রামের বাসিন্দা। তার মা আদুরী বেগম জানান, ছেলের চিকিৎসা এখনো চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে কামারখন্দের কড্ডার মোড় এলাকা থেকে আসবাবপত্র আনার কথা বলে জুলহাস আলী যাত্রী সেজে আদম আলীর ভ্যানে ওঠেন। পথিমধ্যে আলোকদিয়া মোড়ে এক দোকান থেকে জুস কিনে চালক আদম আলীকে তা খাওয়ান। জুস খাওয়ার কিছুক্ষণ পর আদম আলী অজ্ঞান হয়ে পড়েন।
এরপর ভ্যানটি নিয়ে পালানোর চেষ্টা করলে রসুলপুর-চৌবাড়ি এলাকায় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া দিয়ে জুলহাসকে আটক করে। পরে কামারখন্দ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় এবং ভ্যানটি উদ্ধার করে।
এ ঘটনায় আদম আলীর মা আদুরী বেগম থানায় মামলা দায়ের করেন। কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) মো. মোতাহার আলী জানান, সোমবার জুলহাস আলীকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আগেও চুরির অভিযোগ ছিল বলে জানা গেছে।