শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

শ্রীমঙ্গলে চা বাগান থেকে তরুণের লাশ উদ্ধার

Fresh News রিপোর্ট
জুলাই ৭, ২০২৫
৫:৪৩ অপরাহ্ণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি চা বাগান থেকে হৃদয় আহমেদ ইয়াছিন (২২) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কাকিয়াছড়া চা বাগানের ১ নম্বর সেকশন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, হৃদয় উপজেলার সদর ইউনিয়নের শাহীবাগ এলাকার লিটন মিয়ার ছেলে। সকালে চা বাগানের পাহাড়াদার একটি গাছের সঙ্গে গলায় বেল্ট দিয়ে বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) অলক বিহারী গুন জানান, নিহত যুবকের হাতের কিছু জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে, তবে সেগুলো রক্তাক্ত নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা উদঘাটনে তদন্ত চলছে।