মঙ্গলবার
৫ই আগস্ট, ২০২৫
২১শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

৬ বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির আভাস

Fresh News রিপোর্ট
জুলাই ৮, ২০২৫
১:০৮ অপরাহ্ণ

মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় দেশে বৃষ্টিপাত বেড়েছে। আজও এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আজ দেশের ৬ বিভাগের অধিকাংশ জায়াগায় বৃষ্টির আভাস রয়েছে। তবে বুধবার থেকে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে।

মঙ্গলবার (৮ জুলাই) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এছাড়া আজ সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস টাঙ্গাইলে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এতে বলা হয়েছে, আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এদিকে সোমবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৫৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে। এই সময়ে ঢাকায় ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস বলছে, রংপুর ও রাজশাহীতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বাকি ৬ বিভাগে হালকা থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, (৯ জুলাই) থেকে (১১ জুলাই) পর্যন্ত বৃষ্টি কম হতে পারে। (১২ জুলাই) থেকে ফের বৃষ্টি বাড়তে পারে। তিনি জানান, ৯ ও ১০ জুলাই সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।