শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ফরিদপুরে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

Fresh News রিপোর্ট
জুলাই ৮, ২০২৫
১:১৯ অপরাহ্ণ

ফরিদপুরের ভাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে আরফান মুন্সি (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ জুলাই) দিনগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়। নিহত আরফান উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের চারাভিটা গ্রামের মো. হাতেম মুন্সীর ছেলে।

স্থানীয় পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আরফান রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে হঠাৎ অসুস্থতা অনুভব করলে পরিবারের সদস্যদের ডেকে তোলে। এসময় তার শরীরে তীব্র ব্যথা ও জ্বালা শুরু হয়। রাত ২টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কাউলীবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল হসনাত-দুদুমিয়া বলেন, ওই কিশোরকে ঘুমের মধ্যে বিষধর সাপে কামড় দেয়। পরিবারের লোকজন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।