শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

মধ্যরাতে এনসিপি নেতার বাড়িতে হামলা

Fresh News রিপোর্ট
জুলাই ৮, ২০২৫
৩:২৪ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা শাখার যুগ্ম-সমন্বয়ক এস এম জাহিদ হোসেনের বাড়িতে মধ্যরাতে হামলার ঘটনা ঘটেছে। এসময় কয়েকটির কক্ষের মালপত্র ভাঙচুর করা হয়।

সোমবার (৮ জুলাই) দিনগত রাত ৩টার দিকে শহরের আলিপুর মহল্লায় এ ঘটনা ঘটে। কয়েকজন দুষ্কৃতকারী তার বাড়ির বাউন্ডারি দেওয়াল টপকে দ্বিতীয় তলায় প্রবেশ করে মালপত্র তছনছ করে পালিয়ে যায়।

এনসিপির ফরিদপুরের যুগ্ম-সমন্বয়ক এস এম জাহিদ বলেন, দুষ্কৃতিকারীরা আমার বাসার রুমের দরজা জোরপূর্বক খোলার চেষ্টা করে। তবে ভেতর থেকে লক থাকায় সফল হয়নি। আমার ছেলের রুমেও সিটকিনি লাগানো ছিল। ধারণা করা হচ্ছে, পর্দার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে তারা আমাকে দেখতে পেয়েছিল। তবে ফজরের আজানের ধ্বনি ও আশপাশের মসজিদের মুসল্লিদের চলাচল শুরু হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে বাইরে এসে দেখি রুমের দরজার সামনে একটি কাঁচি কাটার পড়ে আছে। বাসার বিভিন্ন দরজার তালা ভাঙা এবং ঘরের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে তছনছ অবস্থায় রয়েছে।

পুলিশ, স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, দুষ্কৃতকারীরা বাড়ির চার থেকে পাঁচটি গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ধারণা করেছিল, জাহিদ হোসেন ও তার ছেলে একটি নির্দিষ্ট কক্ষে ঘুমিয়ে আছেন। সেখানে কাউকে না পেয়ে ঘরের বিভিন্ন রুমে ব্যাপক তাণ্ডব চালায়। এমনকি একটি কক্ষের বাইরের লক খুলে ভেতরে তল্লাশি চালানোর চেষ্টা চালায় তারা।  তাৎক্ষণিক ফরিদপুর কোতোয়ালী থানায় বিষয়টি জানানো হলে, থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীরের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে ও প্রাথমিক আলামত সংগ্রহ করে। হামলাকারীরা মূলত আমাকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে হানা দেয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করবো।