শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

অধ্যক্ষ কাজী নেয়ামুল হকের পদত্যাগ দাবিতে পরীক্ষা স্থগিত

Fresh News রিপোর্ট
জুলাই ৮, ২০২৫
৩:৩৮ অপরাহ্ণ

অধ্যক্ষ কাজী নেয়ামুল হকের পদত্যাগ দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা সিটি কলেজ। মঙ্গলবার (৮ জুলাই) সকাল থেকে এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীদের একাংশ কলেজের মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। আন্দোলনের জেরে একাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত করেছে কলেজ কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা কলেজের বাইরে বিক্ষোভ করে। পরে কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার অংশগ্রহণের আহ্বান জানালে আন্দোলনকারীরা পরীক্ষার্থীদের সঙ্গে ক্যাম্পাসে প্রবেশ করেন। তবে বেলা ১১টা ৪৫ মিনিট নাগাদ শিক্ষকদের কমনরুমের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে কাচের আঘাতে দুই শিক্ষার্থী আহত হন। আহতরা হলেন মেহেদী হাসান তানিম ও অপু। তারা প্রথম বর্ষের শিক্ষার্থী এবং বর্তমানে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ কাজী নেয়ামুল হক স্বঘোষিতভাবে দায়িত্ব পালন করছেন এবং কলেজ পরিচালনায় স্বেচ্ছাচারিতা করছেন। তারা বলেন, তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বিক্ষোভের কারণে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় কলেজ চত্বরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে কলেজ সংলগ্ন সড়কে যান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।