শুক্রবার
১লা আগস্ট, ২০২৫
১৭ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

কালো জাদু নিয়ে ইয়াশ-তিশার ”নসিব”

Fresh News রিপোর্ট
জুলাই ৮, ২০২৫
৬:০০ অপরাহ্ণ

ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু- এক সময় গ্রামীণ সমাজে প্রচলিত ছিল। কথাটি এখন জায়গা করে নিচ্ছে শহুরে কল্পনাতেও। রহস্য, ভয় আর অজানার এক আবহ তৈরি করেছে বিষয়টি। সম্প্রতি অভিনেত্রী তানিন সুবাহর মৃত্যুর পর আবারও আলোচনায় আসে ব্ল্যাক ম্যাজিক। বাস্তবতা নিয়ে থাকলেও বিতর্ক, কল্পনায় এটির প্রভাব অমোঘ।

এ বিষয়টিকেই কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন সাইকো থ্রিলার নাটক ‘নসিব’। এটি নির্মাণ করেছেন গুণী নির্মাতা তানিম রহমান অংশু। তার ভাবনা ও পরিচালনায় নির্মিত এই নাটকের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাল্য বোস। নাটকটির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তানজিন তিশা ও প্রিয়ন্তি উর্বী। গানচিল প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই নাটকের ট্রেলার সম্প্রতি প্রকাশিত হয়েছে গানচিল ড্রামার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের কাছ থেকে মিলছে ভালো সাড়া। নাটক প্রসঙ্গে নির্মাতা তানিম রহমান অংশু বলেন, ‘নসিব’র মূল ভাবনাটা আমার। মানুষের জীবনে ভয়, বিশ্বাস ও নিয়তির যে খেলা চলে, সেটাই উঠে এসেছে এই গল্পে। এখানে যেমন আছে ব্ল্যাক ম্যাজিক, তেমনি প্রেম, প্রতিশোধ ও সাইকো থ্রিলারের টানটান উত্তেজনাও থাকবে।’

অভিনেত্রী তানজিন তিশা বলেন, ‘নাটকের গল্পটি একেবারেই ব্যতিক্রমধর্মী। এমন চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা সত্যিই দারুণ। দর্শকরাও এতে নতুন কিছু খুঁজে পাবেন বলে বিশ্বাস করি।’ নাটকটিতে এক ভিন্নধারার চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। অভিনেতার ভাষায়, ‘ব্ল্যাক ম্যাজিক আর সাইকো থ্রিলারের মিশেলে একেবারেই ভিন্ন ঘরানার কাজ এটি। চরিত্রে অভিনয়ের সময় এক নতুন অভিজ্ঞতা হয়েছে।’

প্রিয়ন্তি উর্বী বলেন, ‘আমার চরিত্রটি আবেগ আর গভীরতায় পরিপূর্ণ। এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে আমি নিজেও খুব তৃপ্ত।’ গানচিল ড্রামার কর্ণধার আসিফ ইকবাল জানিয়েছেন, ‘নসিব’ নাটকটি মুক্তি পাবে আগামী ১০ জুলাই। নতুন প্রজন্মের থ্রিলারপ্রেমী দর্শকদের জন্য এটি হতে পারে প্রেম, ভয়, প্রতিশোধ ও অতিপ্রাকৃত কল্পনার এক ব্যতিক্রমী অভিজ্ঞতা।