শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খেলো বাংলাদেশ

Fresh News রিপোর্ট
জুলাই ৮, ২০২৫
৮:২১ অপরাহ্ণ

২৮৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা আশাব্যঞ্জক হলেও খুব দ্রুত ছন্দ হারিয়ে ফেলে বাংলাদেশ দল। মাত্র ২০ রান তুলতেই তারা হারায় গুরুত্বপূর্ণ দুই উইকেট।

ইনিংসের প্রথম দুই ওভারে ১৫ রান তুললেও তৃতীয় ওভারের শেষ বলেই সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি ১৩ বলে ১৭ রান করে আসিথা ফার্নান্দোর বলে বোল্ড হন। তার বিদায়ে ১৯ রানে ভাঙে উদ্বোধনী জুটি।

এরপর তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্তও ব্যর্থ হন দায়িত্ব পালন করতে। দলের বিপদের মুহূর্তে তিনি কোনো রান না করেই বোল্ড হন চামিরার গুড লেংথ ডেলিভারিতে। তার বিদায়ের ফলে মাত্র ২০ রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

ছয় ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩৩ রান, দুই উইকেট হারিয়ে। জয়ের জন্য বাকি ৪৪ ওভারে করতে হবে ২৫৩ রান, হাতে রয়েছে ৮ উইকেট।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৮৫ রান সংগ্রহ করে। দলটির হয়ে সর্বোচ্চ ১২৪ রান করেন কুশল মেন্ডিস এবং চারিথ আসালঙ্কা করেন ৫৮ রান।

বাংলাদেশের হয়ে সমান দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ। পাশাপাশি একটি করে উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম ও শামীম হোসেন।