শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ইসরায়েলের হামলায় গাজায় মৃতের সংখ্যা ছাড়াল ৫৭ হাজার ৬০০

Fresh News রিপোর্ট
জুলাই ৯, ২০২৫
৯:১৮ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় একদিনেই আরও ৫২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৬২ জন। এ নিয়ে চলমান যুদ্ধে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৭ হাজার ৬০০ জনে।

মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। জানানো হয়, গাজায় নিহতের মোট সংখ্যা এখন ৫৭ হাজার ৫৭৫ জন এবং আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৩৬ হাজার ৮৭৯ জনে।

বিবৃতিতে আরও বলা হয়, অনেক মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে, কিন্তু নিরাপত্তার কারণে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

মানবিক সহায়তা নেওয়ার সময়ও নিহত হচ্ছেন ফিলিস্তিনিরা। গত ২৪ ঘণ্টায় এ ধরনের ঘটনায় প্রাণ গেছে আরও ৮ জনের এবং আহত হয়েছেন ৭৪ জন। ২৭ মে থেকে এ পর্যন্ত সহায়তা নিতে গিয়ে নিহত হয়েছেন ৭৬৬ জন এবং আহত হয়েছেন ৫ হাজার ৪৪ জনেরও বেশি।

চলতি বছরের ১৮ মার্চ যুদ্ধবিরতির চুক্তি ভেঙে ইসরায়েল পুনরায় গাজায় হামলা শুরু করে। এরপর থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন ৭ হাজার ১৩ জন এবং আহত হয়েছেন ২৪ হাজার ৮৩৮ জন।

এদিকে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। একইসঙ্গে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে চলছে আরেকটি মামলা আন্তর্জাতিক বিচার আদালতে।