শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

টানা চার ম্যাচে জোড়া গোল করে ইতিহাস গড়লেন মেসি

Fresh News রিপোর্ট
জুলাই ১০, ২০২৫
৯:৫৯ পূর্বাহ্ণ

মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার পর থেকেই লিওনেল মেসি একের পর এক রেকর্ড গড়ে চলেছেন। এবার ইন্টার মায়ামির হয়ে টানা চার ম্যাচে একাধিক গোল করে এমএলএসের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন আর্জেন্টাইন মহাতারকা।

ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ইন্টার মায়ামি। ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করে দলকে এগিয়ে নেন মেসি। ২৭তম মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে পাওয়া বলে ডি বক্সে ঢুকে প্রথম গোল করেন তিনি। এরপর ৩৮তম মিনিটে সার্জিও বুসকেটসের চমৎকার পাসে গোলরক্ষককে ফাঁকি দিয়ে দ্বিতীয় গোল করেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।

নিউ ইংল্যান্ডের হয়ে একমাত্র গোলটি আসে ৮০তম মিনিটে, যখন কার্লেস গিল একটি জোরালো শটে ব্যবধান কমান। যদিও বাকি সময় তারা আর ম্যাচে ফেরার মতো সুযোগ কাজে লাগাতে পারেনি। মায়ামি ম্যাচে ৫৬ শতাংশ বল দখলে রেখে ১৩টি শট নেয়, যার মধ্যে ৩টি লক্ষ্যে ছিল। অপরদিকে নিউ ইংল্যান্ড ১৬টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

মেসির এই অনন্য কীর্তির দিনে ঘরোয়া লিগে টানা চার ম্যাচে জয় নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। পাশাপাশি তারা চলতি মৌসুমে টানা পাঁচ ম্যাচে অপরাজিত রয়েছে। ম্যাচটি নিউ ইংল্যান্ডের ঘরের মাঠে হলেও, ৪৩,২৯৩ দর্শকের সামনে মায়ামি দারুণ পারফরম্যান্স উপহার দেয়।

বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে মায়ামি রয়েছে পঞ্চম স্থানে, তাদের পয়েন্ট ১৮। শীর্ষে থাকা এফসি সিনসিনাতির চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে থাকলেও মায়ামির হাতে রয়েছে তিনটি অতিরিক্ত ম্যাচ। এই ধারা অব্যাহত থাকলে মেসির নেতৃত্বে আরও অনেক সাফল্যের দিকে এগিয়ে যেতে পারে ফ্লোরিডার ক্লাবটি।