শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ইয়েমেনে খাদ্যসংকটে ভুগছে ১ কোটি ৭০ লাখের বেশি মানুষ

Fresh News রিপোর্ট
জুলাই ১০, ২০২৫
৮:৫৫ অপরাহ্ণ

দীর্ঘদিনের গৃহযুদ্ধ ও সংকটের কারণে ইয়েমেন এখন ভয়াবহ খাদ্যঘাটতির মুখে। দেশটির ১ কোটি ৭০ লাখেরও বেশি মানুষ নিয়মিতভাবে পর্যাপ্ত খাদ্য পাচ্ছেন না, যার মধ্যে রয়েছে ১০ লাখেরও বেশি শিশু।

জাতিসংঘের মানবাধিকার প্রধান টম ফ্লেচার বুধবার নিরাপত্তা কাউন্সিলকে এ তথ্য জানান। তিনি বলেন, পাঁচ বছর বা তার কম বয়সী বহু শিশু তীব্র পুষ্টিহীনতায় ভুগছে। এ পরিস্থিতির উন্নতি না হলে সেপ্টেম্বরের মধ্যেই খাদ্যাভাবগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে ১ কোটি ৮০ লাখে পৌঁছাতে পারে।

তিনি আরও সতর্ক করেন, পুষ্টিহীনতার শিকার মানুষের সংখ্যা ১২ লাখ ছাড়িয়ে যেতে পারে এবং অনেকে স্থায়ীভাবে বিকলাঙ্গ হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন।

আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ ইয়েমেন ২০১৩ সালে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এরপর থেকে দেশটির অর্থনীতি একেবারে ধসে পড়ে, ফলে খাদ্য ও পুষ্টির সংকট আরও গভীরতর হয়েছে।