শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

জুলাই শহীদদের দলীয়করণ না করার আহ্বান মাহমুদুর রহমানের

Fresh News রিপোর্ট
জুলাই ১১, ২০২৫
৯:২৩ অপরাহ্ণ

জুলাই বিপ্লবে প্রাণ দেওয়া শহীদদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার আহ্বান জানিয়ে বক্তব্য দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। শুক্রবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর আয়োজনে শহীদ পরিবারদের নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান।

মাহমুদুর রহমান বলেন, শেখ হাসিনার শাসনামলে তাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনে সরাসরি অংশ নিতে না পারলেও যারা সেই আন্দোলনে প্রাণ দিয়েছেন, তাদের কারণেই তিনি আবার দেশে ফিরে আসতে পেরেছেন। শহীদদের অবদান কোনো মাপকাঠিতে মাপা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, দেশে ফেরার পর কিছু শহীদ পরিবারের সদস্য তার সঙ্গে দেখা করেন। তখনও ‘আমার দেশ’ পত্রিকা পুনঃপ্রকাশ শুরু হয়নি। তিনি তাদের আশ্বাস দিয়েছিলেন, পত্রিকা চালু হলে প্রতিদিন জুলাই শহীদদের নিয়ে খবর প্রকাশ করা হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিদিন পত্রিকার শেষ পাতায় শহীদদের নিয়ে প্রতিবেদন ছাপা হচ্ছে, কারণ ‘আমার দেশ’ পত্রিকা জুলাই বিপ্লবকে ধারণ করে।

এসময় মাহমুদুর রহমান আরও বলেন, শেখ হাসিনা হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন—এমন তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তার মতে, এই প্রমাণ থাকার পর আর বিচার প্রক্রিয়ার পথে কোনো বাধা থাকা উচিত নয়। তিনি আশা প্রকাশ করেন, সরকার দ্রুত ও সঠিকভাবে এই বিচার সম্পন্ন করবে। পাশাপাশি ভারত সরকারের প্রতি আহ্বান জানান, শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করুক, যাতে তার বিচার সম্ভব হয়।

শেষে তিনি সব রাজনৈতিক দলের উদ্দেশে বলেন, যারা জুলাইয়ে প্রাণ দিয়েছেন, তারা কোনো দলের নয়—তারা গোটা দেশের। শহীদদের দলীয় রঙে না রাঙিয়ে জাতীয় সম্পদ হিসেবে মর্যাদা দিতে সকলের প্রতি আহ্বান জানান।