মঙ্গলবার
৫ই আগস্ট, ২০২৫
২১শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ফেনীর দুর্যোগ মোকাবিলায় স্থায়ী সমাধান নিশ্চিত করা হবে: উপদেষ্টা ফারুক

Fresh News রিপোর্ট
জুলাই ১২, ২০২৫
৯:২০ পূর্বাহ্ণ

ফেনীর বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক জানিয়েছেন, সব কাজের মান খতিয়ে দেখা হবে এবং স্থায়ী সমাধানের জন্য পরিকল্পনা রয়েছে।

শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ফেনী সার্কিট হাউসে অনুষ্ঠিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। তিনি জানান, আগামী সপ্তাহে পানিসম্পদ উপদেষ্টাও বন্যাকবলিত এলাকা পরিদর্শনে আসবেন। ফেনীবাসীর ভোগান্তির বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, কাজের গুণগত মানে কোনো সমস্যা থাকলে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা হবে। দেশের মানুষ যেভাবে দুর্যোগে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে, তা সত্যিই প্রশংসনীয়। তিনি গত বছরের বন্যার সময় ফেনীর পরিস্থিতির কথা স্মরণ করে জানান, তখন সারাদেশ যেন একজোট হয়ে ফেনীর পাশে দাঁড়িয়েছিল।

প্রাকৃতিক দুর্যোগকে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলাফল উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের অবদান না থাকলেও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব আমাদেরই বহন করতে হচ্ছে। ফেনীর সমস্যা সম্পর্কে তিনি অবগত আছেন এবং সংশ্লিষ্ট উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন।

সভায় জলাবদ্ধতা নিরসন ও অবৈধ দখল উচ্ছেদ নিয়ে তিনি বলেন, মানুষের দুর্ভোগ আগে কমাতে হবে। নতুন মার্কেট বানানো সম্ভব হলেও মানুষের কষ্ট দূর করাই এখন অগ্রাধিকার। চট্টগ্রামের মতো ফেনীতেও অবৈধ দখল উচ্ছেদে সরকার আপসহীনভাবে কাজ করবে।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এবং সভাপতিত্ব করেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এ সময় বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।