শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

মিটফোর্ডে প্রকাশ্য খুনে গভীর উদ্বেগ ও নিন্দা জানালেন মির্জা ফখরুল

Fresh News রিপোর্ট
জুলাই ১২, ২০২৫
৯:২১ পূর্বাহ্ণ

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে প্রকাশ্যে ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘটনায় তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেন। তার ভাষায়, এটি শুধু একটি নৃশংস খুন নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলার ভয়াবহ দুর্বলতার চিত্র তুলে ধরেছে।

তিনি বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে এমন ভয়ংকর অপরাধই সমাজে বারবার ঘটবে। অপরাধীর পরিচয় যা-ই হোক, কেউই যেন আইনের ঊর্ধ্বে না থাকে, সে বিষয়ে তিনি দৃঢ় অবস্থান জানান।

গণ-আন্দোলনের প্রেক্ষাপটে এই ধরনের বর্বর ঘটনায় দেশের সাধারণ মানুষের বিবেক ও মানবিক অনুভূতি গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি মনে করেন। তিনি সতর্ক করেন, যদি এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার না হয়, তবে বিচারহীনতার সংস্কৃতি আরও প্রাতিষ্ঠানিক রূপ নিতে পারে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘটনায় নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের আহ্বান জানিয়ে অন্তবর্তীকালীন সরকারের প্রতি প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।