শুক্রবার
১লা আগস্ট, ২০২৫
১৭ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ইতালির ইতিহাস গড়া বিশ্বকাপ যাত্রা, ইউরোপ থেকে নেদারল্যান্ডসও সঙ্গী

Fresh News রিপোর্ট
জুলাই ১২, ২০২৫
৯:২৫ পূর্বাহ্ণ

প্রথমবারের মতো ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইউরোপীয় দেশ ইতালি। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে ২০২৬ সালে অনুষ্ঠিতব্য আসরে অংশ নিতে ইউরোপ অঞ্চল থেকে নেদারল্যান্ডসের সঙ্গে টিকিট নিশ্চিত করেছে দলটি।

ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে লিগ পদ্ধতিতে অংশ নেয় পাঁচটি দেশ – নেদারল্যান্ডস, ইতালি, স্কটল্যান্ড, জার্সি ও গার্নসি। নেদারল্যান্ডসে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসে স্বাগতিক ডাচরা। শেষ ম্যাচে ইতালির বিপক্ষে ১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ২২ বল হাতে রেখেই ৯ উইকেটের জয় তুলে নেয় তারা।

অন্যদিকে, শেষ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হারলেও নেট রানরেটের হিসেবে জার্সিকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান নিশ্চিত করে ইতিহাস গড়ে ইতালি। জার্সির কাছ থেকে স্কটল্যান্ডের শেষ বলে হারায় সমীকরণ মিলে যায় ইতালির পক্ষে। ফলে গত চার বিশ্বকাপে খেলা স্কটল্যান্ড বিদায় নেয় এবারের আসর থেকে।

এ নিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০টি দলের মধ্যে ১৫টি দলের নাম চূড়ান্ত হয়েছে। স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা ছাড়া বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা, নেদারল্যান্ডস ও ইতালি।

আমেরিকা অঞ্চল থেকে ইতোমধ্যে কানাডা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। বাকি ৫টি দল আসবে আফ্রিকা, এশিয়া ও পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্ব থেকে। আফ্রিকান বাছাই হবে সেপ্টেম্বরে জিম্বাবুয়েতে এবং ওমানে অনুষ্ঠিত হবে এশিয়া ও ইস্ট-এশিয়া প্যাসিফিকের বাছাইপর্ব।