মঙ্গলবার
৫ই আগস্ট, ২০২৫
২১শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

লালপুরে বিকাশ লেনদেন নিয়ে প্রকাশ্যে গুলি ভাঙচুর ও অগ্নিসংযোগ

Fresh News রিপোর্ট
জুলাই ১৩, ২০২৫
৯:৪৩ পূর্বাহ্ণ

নাটোরের লালপুরে বিকাশ লেনদেন সংক্রান্ত পুরনো বিরোধের জেরে এক ব্যবসায়ীর দোকানে প্রকাশ্যে গুলিবর্ষণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে পুরো মহেশ্বর বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মহেশ্বর বাজারে এই হামলা চালানো হয়। হামলার শিকার ব্যবসায়ী পারভেজ আলী স্থানীয় আবুল কাশেমের ছেলে এবং মহেশ্বর বাজারে মোবাইল ও ইন্টারনেট সরঞ্জামের একটি দোকান পরিচালনা করতেন।

স্থানীয় সূত্র জানায়, পারভেজের সঙ্গে পার্শ্ববর্তী দুর্গাপুর গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী মুক্তি খাতুনের বিকাশ লেনদেন নিয়ে গত ১০ জুলাই কথা-কাটাকাটি হয়। ওই সময় মুক্তি খাতুন তাকে দেখে নেওয়ার হুমকি দেন। ঘটনার দুদিন পর, সাতজন দুর্বৃত্ত মোটরসাইকেল ও অটোরিকশায় করে এসে পারভেজের দোকানে অতর্কিত হামলা চালায়।

প্রথমেই তারা আতঙ্ক সৃষ্টি করতে গুলি ছোড়ে। এরপর দোকানে ঢুকে ভাঙচুর চালিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে দোকানে থাকা মোবাইল ফোন, রাউটার, ক্যাবল, টেবিল-চেয়ারসহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে সবকিছু ভস্মীভূত হয়ে পড়ে।

হামলার সময় বাজারের অন্যান্য দোকানদাররা আতঙ্কে দোকান বন্ধ করে পালিয়ে যান। মুহূর্তেই বাজারজুড়ে চরম উত্তেজনা ও নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি হয়। খবর পেয়ে লালপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লালপুর থানার ওসি মমিনুজ্জামান জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।