শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

বোমাবাজি করে বিএনপিকে দমন করা যাবে না

Fresh News রিপোর্ট
জুলাই ১৩, ২০২৫
৯:৪৭ পূর্বাহ্ণ

বিএনপিকে দমন করতে ককটেল বিস্ফোরণ বা বোমাবাজি চালিয়ে কেউ সফল হবে না বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যারা এ ধরনের হামলা করছে তারা মূলত শেখ হাসিনার পথ অনুসরণ করছে।

শনিবার (১২ জুলাই) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, যারা বিএনপিকে থামাতে বোমাবাজির পথ বেছে নিচ্ছে, তারা শেখ হাসিনারই পথ অনুসরণ করছে এবং মনে করছে এই পথেই সাফল্য রয়েছে। কিন্তু যদি এই পথ সফল হতো, তাহলে বিএনপি অনেক আগেই নিশ্চিহ্ন হয়ে যেত।

তিনি আরও বলেন, শত শত মামলা, হামলা, বোমাবাজি ও ককটেল বিস্ফোরণ সত্ত্বেও বিএনপিকে দমন করা যায়নি। ভবিষ্যতেও কেউ তা পারবে না।

এর আগে শনিবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুষ্কৃতকারীরা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সেখান থেকে সরে পড়ে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. আবদুস সাত্তার পাটোয়ারী জানান, এ ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরুল আমীন। তিনি জানান, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।