সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ। শুরুর আধিপত্য হারিয়ে দ্বিতীয়ার্ধে নেপালের সমতায় ফিরে আসা, আর ঠিক তখনই ম্যাচের একদম শেষ মুহূর্তে শ্রীমতি তৃণ্ষার গোল—সব মিলিয়ে ম্যাচটি পরিণত হয় এক ৫ গোলের রোমাঞ্চকর নাটকে। শেষ পর্যন্ত ৩–২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পিটার বাটলারের শিষ্যরা।
আসরে বাংলাদেশকে এগিয়ে রাখছেন প্রতিপক্ষ তিন দলই। তবে আসর শুরুর আগে সংবাদ সম্মেলনে লড়াইয়ের কথাও বলেছিলেন নেপালিরা। আজ মাঠের খেলায় তাই দেখালো নেপাল। নেপালের বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ দ্বিতীয়ার্ধে দুই গোলই শোধ করে দেয় নেপাল। তবে ম্যাচের শেষ মুহূর্তে এসে বাংলাদেশকে জয়ের আনন্দে ভাসান তৃষ্ণা রানী। কিংস অ্যারেনাতে অনেকটা সমানে সমান লড়াই হয়েছে। প্রথমে বাংলাদেশের নাগালে ম্যাচ থাকলেও দ্বিতীয়ার্ধে নৈপুণ্য দেখায় নেপাল।
রাতে ম্যাচের শুরুতে স্বপ্না রানীর উড়ে আসা কর্নারে মুনকি আক্তারের হেড আফঈদা খন্দকারের পা ছুঁয়ে যাওয়া বলে সাগরিকা ঠিকঠাক শট নিতে না পারায় সুযোগ হারায় বাংলাদেশ। ১১তম মিনিটে অল্পের জন্য বেঁচে যায় বাংলাদেশ। শান্তি মার্ডির ব্যাক পাস ক্লিয়ার করতে গোলকিপার স্বর্ণার নেয়া শট নেপালের সুপ্রিয়ার গায়ে লেগে পোস্ট ঘেষে বাইরে চলে যায়। এরপর ১৪ মিনিটে সিনহা জাহান শিখার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোসাম্মৎ সাগরিকা। শান্তি মার্ডির ক্রস পেয়ে দুই দফায় গোলকিপারের গায়ে মারেন শিখা। তৃতীয় দফায় সেই বল জালে পাঠান আগের ম্যাচে হ্যাটট্রিক করা সাগরিকা। আগামী ১৫ ও ১৭ই জুলাই পরপর দুই ম্যাচে ভুটানের সঙ্গে খেলবে বাংলাদেশের মেয়েরা। ফের ১৯শে জুলাই শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ২১শে জুলাই আফঈদারা নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে খেলবে।