শুক্রবার
১লা আগস্ট, ২০২৫
১৭ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

লিটন-শামীমের ঘুরে দাঁড়ানো শ্রীলঙ্কার বিপক্ষে আগুন ঝরালেন পেসাররা

Fresh News রিপোর্ট
জুলাই ১৩, ২০২৫
১০:২৮ অপরাহ্ণ

টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতার বৃত্ত ভেঙে অবশেষে জ্বলে উঠলেন লিটন দাস ও শামীম হোসেন। তাদের কার্যকর ইনিংসে ভর করে বাংলাদেশ সংগ্রহ করে ১৭৭ রানের লড়াকু পুঁজি। ব্যাটিংয়ের পর বোলিংয়েও দুর্দান্ত সূচনা এনে দিয়েছেন শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

নতুন বলে শুরুর চাপটা দারুণভাবে তৈরি করেন দুই পেসার। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে রান আউট হয়ে সাজঘরে ফেরেন কুশল মেন্ডিস, যিনি করেন ৫ বলে ৮ রান।

এরপর বাংলাদেশি পেসাররা আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন। পাওয়ার প্লের মধ্যেই তুলে নেন ৪টি উইকেট। মাত্র ৩০ রানের মধ্যেই শ্রীলঙ্কার টপ অর্ডার ভেঙে যায়। এই আগ্রাসী বোলিংয়ে ম্যাচের শুরুতেই বিপাকে পড়ে সফরকারীরা।