সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৮৩ রানে পরাজিত করেছে শ্রীলঙ্কাকে, যেখানে শুরু থেকেই লঙ্কানরা কোনো প্রতিরোধই গড়তে পারেনি।
ম্যাচের পর শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা অকপটে স্বীকার করেছেন বাংলাদেশি ক্রিকেটারদের অসাধারণ নৈপুণ্য। তিনি বিশেষভাবে প্রশংসা করেন লিটন দাস ও শামীম হোসেনের। শামীমের শেষ দিকের ইনিংসকে তিনি ‘জেম অব ইনিংস’ বলে উল্লেখ করেন।
লিটনের ৭৬ রানের ইনিংসে একাধিক ক্যাচ মিসের বিষয়েও খোলাখুলি কথা বলেন আসালাঙ্কা। তিনি জানান, এই ভুলগুলোই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। প্রথম ম্যাচে ভালো ফিল্ডিং করলেও দ্বিতীয় ম্যাচে তারা সুযোগ কাজে লাগাতে পারেনি। তবে তিনি আশাবাদী তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে দল।
সবশেষে আসালাঙ্কা স্বীকার করেন, বাজে ব্যাটিং এবং বাংলাদেশের দারুণ ফিল্ডিংয়ের কারণেই তাদের পরাজয় হয়েছে। তিনি বলেন, গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারানোই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।