মঙ্গলবার
৫ই আগস্ট, ২০২৫
২১শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

বরগুনা জেলা নির্বাচন অফিসে আগুন, পুড়লো কাগজপত্র ও কম্পিউটার

Fresh News রিপোর্ট
জুলাই ১৪, ২০২৫
১০:৩৯ পূর্বাহ্ণ

সোমবার সকাল ৭টার দিকে বরগুনা জেলা নির্বাচন অফিসে আগুন লাগার ঘটনায় অফিসের হিসাব শাখার একটি কক্ষে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার, ফ্রিজ ও আসবাবপত্র পুড়ে যায়।

ঘটনার সময় নাইটগার্ড অফিসের পর্দা টানিয়ে বাইরে ছিলেন। ঠিক সেই সময় পরিচ্ছন্নতা কর্মী কাজ করতে গিয়ে এক কক্ষ থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান। তিনি বিষয়টি অন্যদের জানালে সবাই এসে হিসাব শাখার রুমে আগুন দেখতে পান এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কক্ষে থাকা পুরাতন ভোটার তালিকা, ব্যালট বাক্স, কম্পিউটার, ফ্রিজ ও কিছু আসবাবপত্র আগুনে পুড়ে যায়। তবে আশপাশের রুম ও মূল স্টোররুম আগুন থেকে রক্ষা পেয়েছে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জানান, মূল স্টোরে আগুন ছড়ায়নি, শুধু হিসাব শাখার রুমে আগুন সীমাবদ্ধ ছিল। তিনি আরও বলেন, ঘটনাটি তদন্তের পরই আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাবে।

অফিসের অন্য রুমগুলো ধোঁয়ায় আচ্ছন্ন হলেও বড় ধরনের ক্ষতি হয়নি। তবে ঘটনার সময় বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী ঘুমিয়ে থাকায় শুরুতে কেউ বিষয়টি বুঝতে পারেননি বলে জানানো হয়।