গত এক বছরের তুলনায় বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থা অনেক ভালো অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছে বিশ্বব্যাংক, যা দেশের অর্থনীতি নিয়ে আশাবাদের বার্তা দিয়েছে।
রোববার ঢাকায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট। বৈঠকে তিনি বাংলাদেশের আর্থিক খাত, বৈদেশিক মুদ্রা পরিস্থিতি, পেমেন্ট ব্যালান্সসহ সামষ্টিক অর্থনীতির উন্নতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
অর্থ উপদেষ্টা জানান, এক বছর আগে যেসব চ্যালেঞ্জ নিয়ে উদ্বেগ ছিল, এখন তা অনেকটাই কাটিয়ে উঠেছে বাংলাদেশ। সঠিক পথে এগিয়ে যাচ্ছে অর্থনীতি। জোহানেস জুটও মনে করেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান বর্তমানে ভালো এবং বেসরকারি খাতের বিকাশ ও বৈদেশিক বিনিয়োগ বাড়াতে আরও উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, জুট বিশ্বব্যাংকের পক্ষ থেকে চলমান প্রকল্প, বাজেট সহায়তা, অবকাঠামোগত উন্নয়ন এবং বন্দর সম্প্রসারণ সম্পর্কেও অবগত আছেন এবং ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।
বিশ্বব্যাংক বর্তমানে চট্টগ্রাম বন্দর ও লালদিয়ার কনটেইনার টার্মিনাল প্রকল্পে সহায়তা দিতে আগ্রহী বলে জানান উপদেষ্টা। এ ছাড়া এনবিআরের কাঠামোগত সংস্কার ও বাংলাদেশ ব্যাংক থেকে শুরু হওয়া ব্যাংক পুনর্গঠনের বিষয়েও আলোচনায় বিশ্বব্যাংকের উৎসাহ রয়েছে।
ড. সালেহউদ্দিন জানান, অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বব্যাংকের কাছ থেকে সব প্রত্যাশিত সহায়তা পেয়েছে এবং আগামী অক্টোবরে বার্ষিক বিশ্বব্যাংক-আইএমএফ সভায় নতুন সহায়তার বিষয়েও আলোচনা হবে।
স্বাধীনতার পর থেকে বিশ্বব্যাংক বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার হিসেবে প্রায় ৪৬ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে, যার বেশিরভাগই অনুদান বা স্বল্প সুদে ঋণ।