শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

জরুরি অবস্থা রাজনৈতিক হাতিয়ার না হওয়ার বিষয়ে ঐকমত্য: এনসিপি

Fresh News রিপোর্ট
জুলাই ১৪, ২০২৫
১০:৪২ পূর্বাহ্ণ

জরুরি অবস্থা যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না হয়, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে উঠেছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জাবেদ রাসিম।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নির্বাচন কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১২তম দিনের আলোচনায় অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জাবেদ রাসিম জানান, এনসিপি জরুরি অবস্থাকে তিনটি নির্দিষ্ট ক্ষেত্রে সীমিত করার প্রস্তাব দিয়েছে—যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা মহামারি এবং স্বাধীনতা বা ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে। অভ্যন্তরীণ গোলযোগের মতো বিষয়কে এই তালিকা থেকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছে দলটি।

তিনি বলেন, জরুরি অবস্থার সময় দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, তাই ক্ষমতা নির্বাহী বিভাগের কাছে থাকা উচিত। তবে সিদ্ধান্ত যেন এককভাবে না হয়ে মন্ত্রিসভার মাধ্যমে হয়—এ বিষয়েও ঐকমত্য হয়েছে।

জরুরি অবস্থা জারির আগে প্রধান বিরোধী দলের মতামত নেওয়ার প্রস্তাব দিয়েছে এনসিপি। রাসিম জানান, বিরোধী নেতার উপস্থিতি ও মতামত পরবর্তীতে সাংবিধানিক প্রভাব ফেলতে পারে।

প্রধান বিচারপতি নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, কর্মে প্রবীণতম আপিল বিভাগের বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার প্রস্তাবে কমিশন একমত হয়েছে। তবে একাধিক জ্যেষ্ঠ বিচারপতি থাকলে কাকে বেছে নেওয়া হবে—তা নিয়ে মতবিরোধ রয়েছে।

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে জাবেদ রাসিম বলেন, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের রূপরেখা কমিশনের কাছে দেওয়া হয়েছে। তিনি বিচারাঙ্গনের মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধানকে অপছন্দের বলে অভিহিত করেন এবং বিচারব্যবস্থাকে নিরপেক্ষ রাখার পক্ষে মত দেন।