শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

চরিত্রহননের রাজনীতি সমাজে অনৈক্যের বীজ বপন করে: জামায়াত আমির

Fresh News রিপোর্ট
জুলাই ১৪, ২০২৫
১০:৪৫ পূর্বাহ্ণ

কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি মতপ্রকাশের স্বাধীনতাকে সম্মান জানিয়ে বলেছেন, সমালোচনা হওয়া উচিত যুক্তি ও তথ্যনির্ভর ভাষায়, শালীনতা বজায় রেখে।

রোববার (১৩ জুলাই) জামায়াত আমির তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাম্প্রতিক সময়ের সামাজিক পরিস্থিতি নিয়ে এই মন্তব্য করেন।

তিনি লিখেন, সাম্প্রতিক সময়ে সমাজে অনেক বেদনাদায়ক ঘটনা ঘটছে। এসব পরিস্থিতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দায়িত্ব শুধু কারও একার নয় বরং সরকার, রাজনৈতিক দল এবং সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে সম্মিলিতভাবে দায়িত্ব নিতে হবে। এই স্পর্শকাতর সময়ে জাতীয় ঐক্যের একটি ন্যূনতম ভিত্তি থাকা আবশ্যক বলে তিনি মনে করেন।

ডা. শফিকুর রহমান জানান, মতপ্রকাশের স্বাধীনতা প্রত্যেকের অধিকার হলেও তা যেন শালীন থাকে। যুক্তি ও তথ্যের ভিত্তিতে সমালোচনা হওয়া জরুরি। তিনি সতর্ক করে বলেন, ব্যক্তিগত কিংবা দলীয় চরিত্রহনন সমাজে শুধু বিশৃঙ্খলা ও অনৈক্যই তৈরি করে।

তিনি সবার প্রতি আহ্বান জানান, যেন আমরা সংযত, সতর্ক ও দায়িত্বশীল আচরণ করি—যাতে সমাজে স্থিতিশীলতা বজায় থাকে এবং সুস্থ মতপ্রকাশের পরিবেশ তৈরি হয়।